আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০১৮ সালের একটি মানহানির মামলার শুনানিতে সশরীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
বিধাননগর আদালত এবং আগামী ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে আদালতে হাজির হতে নির্দেশটি দিয়েছে।
বিজেপির আইনজ্ঞ সেলের সদস্য বাগিশ ঝা এই তলবি নোটিসের কথা স্বীকার করে বলেন, আইনি খুঁটিনাটি বিচার করে দেখা হচ্ছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচাৰ্য বলেন, তৃণমূল এতটাই অসহায় অসহিষ্ণু হয়ে গেছে যে সব বিজেপি নেতার বিরুদ্ধেই তারা মামলা করছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা বাদ দিলো না।
নিজেদের সমালোচনা হলেই তারা ভাবছে এই বুঝি মানহানি হল। ২০১৮ সালে বিজেপির একটি যুব সমাবেশে অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মানহানি করেছেন বলেই বিধানগর থানায় মামলাটি দায়ের হয়।
সান নিউজ/এসএ