আন্তর্জাতিক ডেস্ক: তথাকথিত ব্রিটিশ করোনাভাইরাস স্ট্রেন অনিবার্যভাবে বসন্তের মাঝামাঝি সময়ে রাশিয়ায় প্রবেশ করবে। মেডিসিন মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক এবং সংক্রামক রোগ ও ভ্যাকসিন বিশেষজ্ঞ ইয়েভজেনি টিমকভ বার্তা সংস্থা তাসকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ কথা জানান।
টিমকভ বার্তা সংস্থাকে বলেন, 'ব্রিটিশদের স্ট্রেনটি খুব শিগগির রাশিয়ায় পৌঁছবে। সম্ভবত বসন্তের মাঝামাঝি সময়ে তা হবে। সুতরাং, আমরা যদি এখনই করোনভাইরাস বিধিনিষেধকে শিথিল করি তবে আরও একটি প্রাদুর্ভাব হবে যা অনাকাঙ্ক্ষিত।'
তিনি বলেন, 'জনস্বাস্থ্য ব্যবস্থার অতিরিক্ত বোঝা এড়াতে আমাদের এটির জন্য প্রস্তুত থাকতে হবে।' তিনি আরো বলেন, 'অন্যান্য স্ট্রেইনের তুলনায় ব্রিটিশ রূপটি আরো সংক্রামক।'
এই পর্যন্ত রাশিয়ায় ৪,০১২,৭১০টি করোনভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। ৩,৫১,,৪৬১ রোগী সেরে উঠেছেন। রাশিয়ার সর্বশেষ তথ্যে দেশব্যাপী ৭৮,১৩৪ জনের মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়েছে। এর আগে, সরকার জনসাধারণকে করোনভাইরাস পরিস্থিতি সম্পর্কে আপডেট রাখার জন্য একটি ইন্টারনেট হটলাইন স্থাপন করে।
সান নিউজ/এসএস