ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে যখন গোটা দুনিয়া উদ্বিগ্ন, তখন জম্মু-কাশ্মীরের সীমান্তের ওপার থেকে গোলা-গুলিতে মেতে উঠেছে সন্ত্রাসবাদীরা। আর এই সন্ত্রাসীদের দমনে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। যৌথবাহিনী অভিযানে নেমে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা।
গত ২৪ ঘণ্টায় সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের সীমান্ত। গোটা কাশ্মীর জুড়ে চলছে সেনার সন্ত্রাস দমন অভিযান। এখনও পর্যন্ত গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত যৌথবাহিনী জঙ্গি দমনের তল্লাশি অভিযানে নেমে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিক। এই ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। আহত হয়েছেন আর ২ সেনা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই জঙ্গিরা কুলগামের নন্দীমার্গ এলাকার দুই বাসিন্দাকে হত্যা করেছিল। শনিবার সকালে ওই জঙ্গিদের মধ্যে তিনজনকে খতম করা সম্ভব হয়েছে। মৃত জঙ্গিদের নাম ফয়াজ, আদিল ও মহম্মদ শাহিদ।