ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের কারণে টালমাটাল বিশ্বের সবচে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের মধ্যে বর্তমানে সেখানকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১ হাজার ৩৩১ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫২ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ১১ হাজার ৫৫৭ জন। এমন কঠিন পরিস্থিতিতে আরও দুঃসংবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দুই সপ্তাহ করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র কঠিনতম সপ্তাহে প্রবেশ করতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত, এই সময়ে যুক্তরাষ্ট্রে বহু মৃত্যু হতে পারে।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচে কঠিনতম সপ্তাহ, চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহের মধ্যে প্রচুর মানুষের মৃত্যু হবে।
বেশি আক্রান্ত রাজ্যগুলোতে সেনা সদস্য ও চিকিৎসাকর্মী মোতায়েন করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।