আন্তর্জাতিক ডেস্ক: গতবছর মহামারি করোনাভাইরাস শুরুর সময় থেকে বৈশ্বিক বাজারে তেলের দাম কমতে থাকে। যা ছিল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের দাম। এখন সেটি বেড়ে মহামারির পূর্ববর্তী সময়ে ফিরতে শুরু করেছে। খবর- বিবিসি।
আস্তে আস্তে চাহিদাবৃদ্ধির কারণে গত কয়েক মাসে তেলের দাম ৫০ শতাংশ বেড়েছে। আর চলতি সপ্তাহে এর দাম উঠেছে প্রতি ব্যারেল ৬০ মার্কিন ডলারে, যা সর্বশেষ করোনা আসার আগে দেখা গিয়েছিল।
ভবিষ্যৎ চুক্তিতে শক্ত অবস্থানে ফিরেছে তেলবাজারের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড। গত নভেম্বর থেকে এপর্যন্ত এর দাম বেড়েছে প্রায় ৫৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। এক বছরেরও বেশি সময় পরে গত সপ্তাহে এর দাম উঠেছে ব্যারেলপ্রতি ৫৫ ডলারের ওপর।
সান নিউজ/এসএস