আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচির উপকূলে ইরানসহ ৪৫ দেশের অংশগ্রহণে আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নৌ মহড়া অনুষ্ঠিত হবে। এবারের নৌ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান-২১। মহড়ায় ইরান পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে।খবর আরব নিউজের।
পাকিস্তানি নৌবাহিনী জানিয়েছে, ৪৫ দেশের মধ্যে কয়টি দেশ তাদের যুদ্ধজাহাজসহ যোগ দেবে; আবার কয়েকটি দেশ শুধু প্রতিনিধিদল পাঠাবে। ২০০৭ সাল থেকে পাকিস্তানের নৌবাহিনী আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌবাহিনীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল।
পাকিস্তানের পক্ষ থেকে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে। বিশেষ করে সমুদ্রগামী জাহাজ ও নৌরুটের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এ মহড়া বিশেষ অবদান রাখে।
সান নিউজ/এসএ