আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে একটি বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। এতে অনেক বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরখণ্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে এ হিমালয় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি স্থানীয় জলবিদুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী বলেন, উত্তরাখণ্ডের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির আমি প্রতিনিয়ত নজর রাখছি।
তুষারধসে নদীর পানির স্তর বেড়ে যাচ্ছে। নদীর দু'ধারের অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের সময় সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন। তাদের কারও সন্ধান পাওয়া যাচ্ছে না। উত্তরখণ্ডের মুখ্যসচিব ওমপ্রকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।
বিবিসি বলছে, হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিস্ফোরিত হওয়ায় তীব্র জলরাশি অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা ডেকে আনে। ওই নদী দুটোতে জলস্তর হঠাৎ করেই বেড়ে যায় বেশ কয়েক মিটার।
সান নিউজ/এসএস