নিউজ ডেস্ক:
মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় চার্টার ফ্লাইট রবিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে (৫ এপ্রিল) রওনা দিবে।মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে।
এ বার্তায় বলা হয়েছে, ফেরত যাওয়ার যাত্রীদেরকে খরচ বহন করতে হবে।
মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে এই চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে।
কত টাকা খরচ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে বার্তায় বলা হয়েছে, বিমানে ওঠার আগে প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিককে একটি Promissory note 'এ স্বাক্ষর করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে।
কোনও অবস্থাতেই বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না।
উল্লেখ্য, এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিদেশীদের ফেরত পাঠাতে অন্য দেশগুলোকে সাহায্যে করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বিদেশী নাগরিকদের সকল ধরনের সুবিধাও নিশ্চিত করছে সরকার।