আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম মাসে দেশীয় অর্থনৈতিক খাতে ১৮০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতির রেকর্ড করেছে ভিয়েতনাম। অন্যদিকে একই সময়ে অপরিশোধিত তেলসহ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে (এফডিআই) ৩১০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির আমদানি ও রফতানি ব্যাপকভাবে বেড়েছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রফতানিতে স্যামসাংয়ের নতুন ফোন বড় অবদান রেখেছে। খবর ভিয়েতনাম টাইমস।
দেশটির পণ্য রফতানি আয় আগের মাসের তুলনায় জানুয়ারিতে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৭৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ৫ শতাংশ বেশি। ভারী শিল্প ও খনন খাতের রফতানি প্রায় ৭২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬০ কোটি ডলারে পৌঁছেছে। হালকা শিল্প ও হস্তশিল্পের রফতানি ২১ শতাংশ বেড়ে ৯৭০ কোটি ডলারে পৌঁছেছে। জানুয়ারিতে ভিয়েতনামি পণ্যগুলোর বৃহত্তম আমদানিকারক হিসেবে রয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে পণ্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়েছে।
সান নিউজ/এসএ