ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে শুক্রবার থেকে (৩ এপ্রিল) থাইল্যান্ডে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ঘোষণা জারি করে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ-চান ওচা বলেন, স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত লোকজনের বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।
থাই গণমাধ্যম ব্যাংক পোস্ট আরও জানিয়েছে, চিকিৎসক, সাংবাদিক, ব্যাংকারসহ যাদের অনুমতি থাকবে তারা কারফিউয়ের আওতায় পড়বেন না।
তবে অনুমতি ছাড়া যদি কেউ কারফিউয়ের নির্দেশ ভাঙ্গে তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও ৪০ হাজার বাথ পর্যন্ত জরিমানা করা হবে।