ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে করোনা সংক্রমণ হওয়ার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত মারা গেছেন ১২ জন প্রবাসী বাংলাদেশি। সেই তালিকায় মঙ্গলবার (৩১ মার্চ) দুজন এবং বুধবার (১ এপ্রিল) তিনজন যোগ হয়েছে। সব মিলে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৭ বাংলাদেশির।
বুধবার যারা মারা গেছেন তাদের একজন হিরা মিয়া (৫৫), লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তিনি মারা যান। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে।
আরেক জন লন্ডনের অ্যাডুকেশন ট্রাস্টের জ্যেষ্ঠ ট্রাস্টি মেম্বার মোহাম্মদ তোয়াহিদ আলী। ৬৫ বছর বয়সী তোয়াহিদ আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতির গাঁও এলাকায়। মৃত আরেকজন মাসুদ আলী। তিনি পরিবারসহ নর্থ লন্ডনের উডগ্রিনে বসবাস করতেন। সেখানেই একটি হাসপাতালে সকালে তার মৃত্যু হয়।
এদিকে, যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৭৪ জন।