ইন্টারন্যাশনাল ডেস্ক:
অস্ট্রেলিয়ার গবেষকরা করোনাভাইরাসের দু'টি ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভ্যাকসিন দু'টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) প্রাণীর ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে। জানা গেছে, ওই দু'টি ভ্যাকসিন আবিষ্কার করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং মার্কিন কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যাল।
ভ্যাকসিনগুলো করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকর হয় কিনা এবং সেসব ভ্যাকসিন মানুষের জন্য নিরাপদ কিনা তা মূল্যায়ন করবে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা।
এদিকে, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানিরা। তবে এখন পর্যন্ত করোনা চিকিৎসার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি।