ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৌদি আরবে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ওমরা পালন কিছুদিনের জন্য বন্ধ রেখেছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে হজ পালনের জন্য বিশ্বের মুসলমানদের আরও দেরি করে সিদ্ধান্ত নিয়ে বলেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ সালিহ বিন তাহের বানতেন।
তিনি বলেন, যারা এ বছর হজ পালনের পরিকল্পনা করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার (৩১ মার্চ) তার এই বক্তব্য প্রচারিত হয় বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরাসহ হজ পালন স্থগিত করেছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সৌদি আরব। এছাড়া মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়।