ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।
দেশটির বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে সিএনএন জানায়, অর্থনৈতিক সঙ্কটে পড়া নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে এরদোয়ান সাত মাসের বেতন দানের মাধ্যমে সোমবার (৩০ মার্চ) জাতীয় সংহতি অভিযান শুরু করেন।
তুরস্কের মন্ত্রিসভার সদস্যরা ও আইন প্রণেতারা এই অভিযানে সাত লাখ ৯১ হাজার ডলার দান করেছেন বলে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে।
ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের ওপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম।
করোনাভাইরাসে তুরস্কে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২৭ জন।