আন্তর্জাতিক

অপরিশোধিত জ্বালানি তেলে বৈশ্বিক চাহিদা অর্জনে চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী বছরে বৈশ্বিক মহামারী করোনার ধাক্কা কাটিয়ে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেল খাত। করোনা ভ্যাকসিন প্রয়োগে দেশে দেশে খাত সংশ্লিষ্টদের মনে আশা জাগে, ২০২১ সালে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের চাহিদায় উর্ধ্বগতি দেখা দেবে, যা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।

তবে নতুন বছরে করোনা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনা সহসা বিদায় নাও নিতে পারে। বরং বিশ্বজুড়ে প্রাণঘাতী এ ভাইরাসের বিবর্তিত রূপ ছড়িয়ে পড়ছে দ্রুত। এ পরিস্থিতিতে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির হার কাঙ্ক্ষিত মাত্রায় নাও হতে পারে।

চলতি মাসে মার্কিন এনার্জি ইনফরমেশন এডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদনে প্রকাশিত ২০২১ সালে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির হার আগের প্রাক্কলনের তুলনায় দৈনিক ২ লাখ ২০ হাজার ব্যারেল কমিয়ে আনা হয়েছে। এর মধ্য দিয়ে জ্বালানি পণ্যের বার্ষিক গড় চাহিদা দাঁড়াতে পারে দৈনিক ৯ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ব্যারেলে।

তবে মার্কিন প্রতিষ্ঠানের মতে, ২০২২ সালে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় চাহিদা দাঁড়াতে পারে ১০ কোটি ১০ লাখ ৮০ হাজার ব্যারেলে। চলতি বছরের তুলনায় ২০২২ সালে জ্বালানি তেলের বৈশ্বিক গড় চাহিদা বাড়তে পারে দৈনিক ৩৩ লাখ ১০ হাজার ব্যারেল। নেদারল্যান্ডস ভিত্তিক এনার্জি এন্ড কমোডিটিজ ট্রেডিং এজেন্সি ভিত্তলের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল হার্ডি বলেন, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক গড় চাহিদা আগের বছরের তুলনায় দৈনিক ৬০-৬৫ লাখ ব্যারেল বাড়তে পারে।

তবে এ প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত নয়। এত অল্প প্রবৃদ্ধি জ্বালানি তেলের বাজার ভারসাম্য ফেরানোর প্রচেষ্টা ও কাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধিতে বড় কোনও প্রভাব ফেলতে পারবে না। তিনি আরও বলেন, ইউরোপে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে চলতে থাকলে ২০২০ সালের ধারাবাহিকতায় চলতি বছরেও জ্বালানি তেলের চাহিদায় পতন বজায় থাকতে পারে, যা আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) বলেছে, করোনা মহামারীর কারণে ২০২০ সালে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৯ কোটি ব্যারেলের কাছাকাছি নেমে এসেছিল। তবে চলতি বছর শেষে জ্বালানি পণ্যের বৈশ্বিক চাহিদা সেখান থেকে প্রতিদিন গড়ে ৫৯ লাখ ব্যারেল বাড়তে পারে।

চাহিদা দাঁড়াতে পারে দৈনিক ৯ কোটি ৫৯ লাখ ব্যারেলে। ৫৯ লাখ ব্যারেল বাড়লেও এ পরিমাণ করোনা মহামারীর-পূর্ববর্তী সময়ের তুলনায় এখনো কম রয়েছে। ওপেকের সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি ও সম্ভাব্য বাজার পরিস্থিতির পুরোটাই নির্ভর করছে করোনা মহামারীর গতি প্রকৃতির ওপর। ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হলে এবং করোনা সংক্রমণের লাগাম টানা সম্ভব হলে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা অনেক বেশি চাঙ্গা হয়ে উঠবে।

নতুবা কারোনাকালীন চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে বজায় থাকতে পারে। এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) নাগাদ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৬০ ডলারে উন্নীত হতে পারে। মেলবোর্ন ভিত্তিক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড ব্যাংক) এক নোটে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

একই রকম সম্ভাবনার কথা জানান ইরাকের তেলমন্ত্রী ইহসান আবদুল জব্বার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পণ্যের উত্তোলনকারী ও রফতানিকারক দেশগুলো একযোগে কাজ করছে। বিশেষত ওপেক প্লাসের আওতায় গৃহীত উদ্যোগের সুফল মিলছে।

সৌদি আরব স্বতঃপ্রণোদিত হয়ে জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ১০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে। এসব উদ্যোগের ফল পাওয়া যাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গিয়ে। সেই সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬০ ডলার ছাড়িয়ে যেতে পারে। রয়টার্স ও অয়েল প্রাইসডটকম অবলম্বনে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

ভালুকায় মুখোশধারী নারী নেতৃত্বে সশস্ত্র ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ড...

দেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ এর আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছ...

'বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা'

আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা