আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেচ্ছায় কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন।
তার এক উপদেষ্টা করোনায় আক্রান্ত হলে ৩০ মার্চ সোমবার তিনি এই সিদ্ধান্ত নেন। দেশটির সংবাদমাধ্যম হারেৎজ এখবর জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ৭০ বছরের নেতানিয়াহু এর আগে করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু সোমবার তার নেসেট বিষয়ক উপদেষ্টা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলে পুনরায় পরীক্ষা করান এবং কোয়ারেন্টিনে প্রবেশ করেন।
একই সঙ্গে এ অবস্থায় তার অন্যান্য ঘনিষ্ঠ উপদেষ্টারাও কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।
সোমবার পর্যন্ত ইসরায়েলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৪৭। এদের ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫ জনের অবস্থা গুরুতর।
সান নিউজ/সালি