আন্তর্জাতিক ডেস্ক : “গণতন্ত্রের সব থেকে বড় শত্রু পরিবারতন্ত্র। আর রাজনীতিতে জড়িয়ে পড়েছে পরিবারতান্ত্রিকতা। এই ব্যবস্থা উচ্ছেদ করতে পারে তরুণরাই।” স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব সংসদে দেশের যুবশক্তির কাছে এই আহ্বান পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন চারটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকের বিরুদ্ধে পরিবারতন্ত্র বিজেপির একটি বড় হাতিয়ার।
নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, “একটা সময় ছিল যখন রাজনীতি ছিল ব্রাত্য। কেউ রাজনীতিতে আসতে চাইতো না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তরুণ সম্প্রদায় যেন আরও বেশি করে রাজনীতিতে আসে কারণ, তারাই পারে এই পরিবারতন্ত্রকে উৎখাত করতে।”
কংগ্রেসের নেহেরু-গান্ধী পরিবার সম্পর্কে বিজেপির ক্রোধ দীর্ঘদিনের। পশ্চিম বাংলায় মমতা বন্দোপাধ্যায় এর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় এর উত্থান এই পরিবারতন্ত্রের ফসল বলেই বিজেপি মনে করে। তামিলনাড়ুতেও করুণানিধির সন্তানদের রাজনীতির বিভিন্ন শাখায় আনাগোনাকে বিজেপি পরিবারতান্ত্রিকতা বলেই প্রচার চালিয়ে থাকে। এর প্রেক্ষিতে মোদির এই ভাষণ যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
সান নিউজ/এস