আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়ায় জরুরি ভিত্তিতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনার সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থাকায় মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে লকডাউন ঘোষণা করা হয়।
মালয়েশিয়ার রাজার অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান মহামারি এবং জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপের বিষয়টি বিবেচনায় রেখে সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বৈঠকের পর বাদশাহ জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সম্মত হয়েছেন।
সান নিউজ/বিএস