আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার দাবি করেছে দেশটির সরকার। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ডেটা সিস্টেম ‘ম্যালিসিয়াস’ দ্বারা আক্রান্ত হয়েছে এমন জরুরি সংকেত পেয়েছে তারা। তৃতীয় পক্ষ ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে।
রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর অ্যাড্রিয়ান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সিস্টেমটি অফলাইনে নেওয়া হয়েছে। তবে হ্যাকার গোপন তথ্যে প্রবেশ করে কিছু করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’
গভর্নর আরও জানান, আমরা ঘটনার তদন্ত করছি। কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয়ে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ শুরু করেছি। আশঙ্কা করা হচ্ছে কোনো তথ্যচুরি করতে পারে হ্যাকাররা।
সরকারি সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, কয়েক বছর ধরে নিউজিল্যান্ডে সাইবার হামলার ঘটনা খুবই বেড়েছে। কেবল এক বছরের ব্যবধানেই বেড়েছে ৩৩ শতাংশ। এ নিয়ে উদ্বিগ্ন জাসিন্ডা সরকার। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় কাজ চলছে।
ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। একধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যা সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য চুরি করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়। এ সময় ব্যাংকের বিস্তর তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নেওয়া হয়। বিশ্বের অনেক দেশেই এভাবে সাইবার হামলা চালিয়ে বিপুল অর্থ পাচারের ঘটনা ঘটেছে।
সান নিউজ/এসএম