আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
টুইটার কর্তৃপক্ষ বলছে, ফের সহিংসতার উসকানি দেওয়ার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। খবর বিবিসি।
শুক্রবার (০৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে, সেসব টুইট ঘিরে যেসব কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছিল। তখন টুইটার কর্তৃপক্ষ বলেছিল, ট্রাম্প যদি আবার এই প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করেন তবে এটি ‘স্থায়ীভাবে’ বন্ধ করে দিবে।
গত বুধবার ট্রাম্প একাধিক বার্তা টুইট করে মার্কিন ক্যাপিটলে আক্রমণকারীদের দেশপ্রেমিক বলেছিলেন।
সান নিউজ/বিএস