আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের শিজিয়াজুয়াং শহরে ১ কোটি ১০ লাখ মানুষকে এলাকা থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরটিতে গত পাঁচ মাসের মধ্যে সর্বাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
বৃহস্পতিবার ( ৭ জানুয়ারি) দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, শনাক্ত ৫২ জনের ৫১ জনই স্থানীয়। আঞ্চলিক প্রশাসন থেকে গণটেস্টের আয়োজন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের জমায়েত বন্ধ থাকবে আগামী দিনগুলোতে।
করোনার প্রকোপ বাড়তে থাকায় বিভিন্ন দেশেই নতুন করে এমন কঠোর সব সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জাপানের রাজধানী টোকিওসহ ৪টি প্রদেশে এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামীকাল ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ জরুরি অবস্থা বহাল থাকবে।
টোকিও ছাড়া বাকি তিন প্রদেশ হচ্ছে- সাইতামা, কানাগাওয়া এবং চিবা। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, এসব প্রদেশের স্থানীয় সরকারের আহ্বানের পর করোনা বিষয়ক বিশেষজ্ঞ টিমের পরামর্শে এ উদ্যোগ নেওয়া হলো।
এছাড়া ওসাকা এবং আইচি প্রদেশ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানানো হলেও বিশেষজ্ঞ প্রধান প্রফেসর অমি আপাতত সেখানে জরুরি অবস্থার প্রয়োজন নেই বলে মনে করেন। তবে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী উদ্যোগের ইঙ্গিত দেন তিনি।
সান নিউজ/এসএ