ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বে মহামারি আকারে ছড়িয়েপড়া করোনাভাইরাসে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় সংক্রমনের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪ হাজার ২৫৬ জন। গত ৪ দিনের দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ।
গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৮১ জন। ২৪ মার্চ সেটা হয় ৫৪ হাজার ৮৫৬। ২৬ মার্চ বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ৪৩৫।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। সেখানে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৮১০ জন। নিউ জার্সিতে ৮ হাজার ৮২৫, ক্যালিফোর্নিয়ায় ৪ হাজার ৪৫৯, মিশিগানে ৩ হাজার ৬৫৭, ম্যাসাচুসেটে ৩ হাজার ২৪০, ওয়াশিংটনে ৩ হাজার ২০৭ ও ইলিনয়িসে ৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছে।
দেশের ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া করোনায় আজ নতুন করে মারা গেছে আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৪ জনে।