আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোতে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ও ফার্মেসি ছাড়া সব ধরনের রেস্টুরেন্ট, বার, পার্ক ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত দুইদিনে দেশটিতে রেকর্ডসংখ্যক করোনাভাইরাসের রোগী শনাক্ত হবার পর এ সিদ্ধান্ত নিল সরকার।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২৪ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪০ জন, যাদের মধ্যে মারা গেছেন তিন জন।
এছাড়া এয়ারলাইন্স ও চার্টার্ড ফ্লাইটসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে ক্রেমলিন।
তবে রাশিয়ান নাগরিকদের ফিরিয়ে আনা ফ্লাইটগুলো চালু থাকবে বলে জানিয়েছে রাশান সরকার। সূত্র: দ্য গার্ডিয়ান।
সান নিউজ/সালি