ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৪০ হাজার। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২৩ হাজার২৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ১৭শ’। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২২ হাজার ২৪৫জন।
এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি ও স্প্যান। ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৬২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৬৫ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮০ হাজারেরও বেশি। স্প্যানে মারা গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৯৮ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচে বেশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৭৩ হজের। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১১শ’।
মধ্য প্রাচ্যের মধ্যে সবচে ভয়াবহ ইরানের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ জন।