আন্তর্জাতিক ডেস্ক : ‘৩১ শে জানুয়ারির আগে পদত্যাগ করুন, না হয় লং মার্চের মুখোমুখি হোন।’ এভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সময় বেঁধে দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।
বেনজির ভুট্টোর ১৩তম মৃত্যুবার্ষিকীতে গারহি খুদা বখশে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
রোববার (২৭ ডিসেম্বর) এ অনুষ্ঠানে উপস্থিত নেতারা এর আগে প্রয়াত বেনজির ভুট্টোর কবর জিয়ারত করেন। এদিন হাজার হাজার মানুষের ঢল নামে পিপিপির প্রয়াত নেত্রী বেনজির ভুট্টোর সমাধিতে। তারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি তার প্রয়াত মা বেনজির ভুট্টোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তার আদর্শ এখনও বেঁচে আছে, যখন তার সঙ্গে যারা লড়াই করেছেন, তাদেরকে কোথাও দেখা যায় না। সাবেক সামরিক স্বৈরাচার জিয়াউল হকের সমাধি এখন জনশূন্য। অন্যদিকে সাবেক সেনাপ্রধান ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ কাপুরুষের মতো স্বেচ্ছায় নির্বাসনে বসবাস করছেন।”
বিলাওয়াল বলেন, “২০০৭ সালে বেনজির ভুট্টো যখন দেশে ফেরেন, তিনি জানতেন তাকে হত্যা করা হতে পারে। কিন্তু তিনি তাতে পিছপা হননি।”
ইমরান খানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি চান না দেশ একটি প্রকৃত গণতান্ত্রিক সিস্টেমের অধীনে পরিচালিত হোক। এখানে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে তাদের অধিকার ও কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে যারা ‘সিলেক্ট’ করেছে, তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু তারা তাকে দেশ চালানোর সক্ষমতা দেয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং গণমানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলার জন্য জবাবদিহি করতে হবে ইমরান খানকে।
এ সময় তিনি ইমরান খানকে ‘পাপেট’ বা হাতের পুতুল হিসেবে অভিহিত করেন। বিলাওয়াল বলেন, পাপেট প্রধানমন্ত্রী মানুষের দুর্ভোগের বিষয় বুঝতে পারেন না, কারণ, তিনি জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। তিনি অভিযোগ করেন, ফেডারেল সরকার বেলুচিস্তান এবং সিন্ধু দখলের চেষ্টা করছে। কিন্তু তাদেরকে আমরা এটা করতে দেবো না। বিলাওয়াল বলেন, চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) শুধু তখনই সফল হবে, যখন স্থানীয় অধিবাসীরা এ থেকে সুবিধা পাবেন, কর্মসংস্থান হবে। আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান যদি পদত্যাগ করে ঘরে ফিরে যেতে ব্যর্থ হন তাহলে ইসলামাবাদমুখী লংমার্চে প্রস্তুত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সান নিউজ/এস