আর্ন্তজাতিক ডেস্ক : কোভিড-নাইনটিনে বিশ্বব্যাপী প্রাণহানি পেরিয়েছে ১৭ লাখ ৭১ হাজার। আক্রান্ত আট কোটি ১১ লাখের বেশি। ১০ লাখ পেরিয়ে গেলো দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বিশ্বের ১৮তম ও আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে এই রেকর্ডে নাম লেখালো দক্ষিণ আফ্রিকা।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এই তথ্য জানায়। রোববারও সাড়ে নয় হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণহানি পেরিয়েছে সাড়ে ২৭ হাজার। এছাড়া নতুন করোনাভাইরাস চিহ্নিত হওয়ায় দেশটির পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে বড়দিনের ছুটি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে সংক্রমণ আরো মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সোয়া এক লাখের বেশি কোভিড রোগী শনাক্ত ও বারশোর বেশি মারা গেছে। এদিকে আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে ইরানে। মৃত্য সাড়ে ৫৪ হাজার।
সান নিউজ/পিডিকে