আর্ন্তজাতিক ডেস্ক : আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব সম্মিলিতভাবে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই।
আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার তিনি বলেছেন, বিভিন্ন সূত্র থেকে তাকে হত্যা করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। হিজবুল্লাহ নেতা বলেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানিকে শহীদ করার আগে থেকেই তাকে হত্যা করার চেষ্টা করে আসছে ওয়াশিংটন, তেল আবিব ও রিয়াদ।
আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হত্যা প্রচেষ্টা তীব্রতর হয় জানিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে হত্যা করে বিষয়টি নির্বাচনি প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছিল। এমনকি সৌদি যুবরাজ বিন সালমান আমেরিকা সফরে গিয়ে তার স্বার্থে হলেও এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য মার্কিন কর্মকর্তাদের অনুরোধ করেছে বলে জানান হিজবুল্লাহর মহাসচিব।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ইসরাইল বিরোধী প্রতিরোধ শক্তি এবং এর নেতা ও কমান্ডারদের হত্যা করার এই ষড়যন্ত্র অনির্দিষ্টকালের জন্য চলবে। কিন্তু অতীতে যেমন এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে প্রতিরোধ আন্দোলন দমন করা যায়নি তেমনি ভবিষ্যতেও যাবে না। সূত্র: পার্সটুডে
সান নিউজ/পিডিকে