আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান। অধিকৃত গাজার আল-বুরেইজ শরণার্থী শিবির ও দেইর আল-বালাহ এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে শনিবার সকালে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন। খবর আনাদোলুর।
ইসরাইলি হামলায় গাজার পূর্বাঞ্চলে আল-তুফা এলাকায় শিশুদের একটি হাসপাতাল, একটি আবাসিক এলাকা ও একটি বিকলাঙ্গদের পুনর্বাসন কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তারা হামাসের অস্ত্রভাণ্ডার, মাটির নিচে সামরিক স্থাপনা ও সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।
শুক্রবার গাজা থেকে ইসরাইলে দুটি রকেট নিক্ষেপের জের ধরে ওই হামলা চালায় বলে দাবি তেলআবিবের। তবে ইসরাইল বলছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা এগুলো আকাশেই ধ্বংস করে ফেলেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
সান নিউজ/বিএস