আন্তর্জাতিক ডেস্ক : ঈশ্বর পুত্র নিজে দরিদ্রদের মধ্যে জন্ম নিয়েছেন উল্লেখ করে বিশ্ববাসীকে সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, “ঈশ্বরের পুত্র নিজেও দরিদ্র এবং সমাজচ্যুত মানুষদের মধ্যে জন্ম নিয়েছেন। তার মানে হচ্ছে সমাজচ্যুতরাও ঈশ্বরেরই সন্তান।”
করোনাভাইরাস মহামারী প্রতিরোধে আরোপিত নানা বিধিনিষেধের মধ্যেই বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। এ নিয়ে এক ভাষণে পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে এই আহ্বান জানান।
পোপ ফ্রান্সিস বলেন, “দারিদ্র এবং প্রয়োজনের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের মাঝে আসেন এবং বলেন, গরীবদের সেবা করার মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে পারবো।”
সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান অংশ নয় বরং পেছন দিকের একটি অংশে এ বছর ‘ক্রিসমাস ইভের ম্যাস’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একশ’ জনের কম মানুষ অংশ নিয়েছেন। সাধারণত প্রতিবছর বড়দিনের ‘ম্যাসে’ দশ হাজারের বেশি মানুষ অংশ নেন। যাদের মধ্যে প্রায় দুইশ’ দেশের কূটনীতিকরা থাকেন।
কিন্তু এবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে ‘ম্যাস’ শুরু হয়। যাতে ‘ম্যাসে’ যার অংশ নিচ্ছেন তারা স্থানীয় সময় রাত ১০টায় কারফিউ শুরুর আগেই বাড়িতে ফিরতে পারেন।
সান নিউজ/এস