আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবের কাছে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে যেতে চান।
কাতার ভিত্তিক আলজাজিরা জানায়, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, তারা সৌদি আরবে অস্ত্র বিক্রি করতে একটি লাইসেন্স ইস্যু করতে যাচ্ছেন।
এর ফলে সৌদি আরব মারণাস্ত্রসহ বিপুল পরিমাণ যুদ্ধোপকরণ পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যার মূল্য আনুমানিক ৪৭৮ মিলিয়ন ডলার। লাইসেন্স ইস্যু হয়ে গেলেই মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রায়থিওন টেকনোলজিস করপোরেশন সরাসরি সৌদিকে এসব অস্ত্র বিক্রি করতে পারবে বলে ব্লুমবার্গ জানায়।
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, চুক্তি অনুসারে সৌদিতেই সেই অস্ত্র বানানো হবে। এ ছাড়া ৯৭ মিলিয়ন ডলারের অভ্যন্তরীণ একটি নিরাপত্তা ব্যবস্থাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে আরব দেশটি।
ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেওয়া এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতিকে এগিয়ে নিতে মার্কিন-সৌদি সম্পর্কের ভিতকে আরও শক্ত করতে চান তিনি।
২০১৯ সালের শুরুর দিক থেকে এ চুক্তি সম্পন্ন হয়। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু ও ইয়েমেন যুদ্ধে সৌদিকে সমর্থন দেয়ার মধ্যে এ চুক্তি আনায় মার্কিন রাজনীতিবিদদের চরম সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
সান নিউজ/এসএ