আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস যখন ত্রাস চালাচ্ছে তখনো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা করুণ। মুদ্রাস্ফীতির জন্য দেশটিতে একটি ডিমের মূল্য দাঁড়িয়েছে ত্রিশ রুপিতে। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৩৫০ রুপিতে। অবিশ্বাস্য হলেও দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থা এমনই।
শীতের জন্য পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। তবে শুধু ডিম নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বেড়েছে ঢের।
দেশটিতে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আদার দাম এক হাজার রুপি ও গম প্রতি কেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে।
দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ইমরান সরকার।
পাকিস্তানে এখনও জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।
সান নিউজ/এম