ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার একদিনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এলমহার্স্ট হসপিটালে তিন জন আর প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে মারা গেছেন একজন।
৬০ বছরের আবদুল বাতেনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী। তিনি ব্রুকলিনে বসবাস করতেন। নিহতহ ৪২ বছরের বাংলাদেশি নারীর বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি অ্যাস্টোরিয়ায় বাস করতেন। ৫৯ বছর বয়সী রংপুরের এ টি এম সালাম থাকতেন ওয়েস্ট বে লং আইল্যান্ড এলাকায়। ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান বাস করতেন এলমহার্স্ট এলাকায়।
এ নিয়ে এ অঙ্গরাজ্যটিতে রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট আটজন বাংলাদেশি মারা গেলেন।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউইয়র্কে। প্রায় প্রতিদিনই সেখানে প্রআক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা বুলেটের গতিতে ছড়াচ্ছে। এই অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় কমপক্ষে ২১০ জন মারা গেছেন। আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।