আন্তর্জাতিক

চীনের ৫০ কোটির বেশি মানুষের মাত্রাতিরিক্ত ওজন

আন্তর্জাতিক ডেস্ক : ছিপছিপে গড়ন আর চোখ ধাঁধানো শারীরিক কসরত- চীনাদের কথা শুনলে প্রথমে এ দৃশ্যই মনে আসে অনেকের। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেসব। প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে কমে যাচ্ছে চীনাদের শারীরিক শ্রম, কাজের চাপে নিয়মিত ব্যায়াম করারও সুযোগ হচ্ছে না অনেকের। ফলে বেড়ে যাচ্ছে ওজন। বর্তমানে চীনে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেক, অর্থাৎ ৫০ কোটিরও বেশি মানুষ মাত্রাতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। সম্প্রতি দেশটির এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে মানুষের হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া, সাম্প্রতিক করোনাভাইরাস মহামারির কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, স্থূল শরীরের মানুষদের মধ্যে করোনাজনিত শারীরিক জটিলতা বা মৃত্যুহার বেশি দেখা গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, দেশটির ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ওজন মাত্রাতিরিক্ত। এদের মধ্যে ১৬ দশমিক ৪ শতাংশই স্থূলতা সমস্যায় ভুগছেন। অথচ দেড় যুগ আগেও সেখানে অতিরিক্ত ওজন সমস্যা এতটা প্রকট ছিল না। ২০০২ সালে দেশটিতে মাত্রাতিরিক্ত ওজনে ভুক্তভোগী ছিলেন মাত্র ২৯ শতাংশ মানুষ।

জনগণের মধ্যে স্থূলতা সমস্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে শারীরিক পরিশ্রম কমে যাওয়াকে দায়ী করেছে এনএইচসি। তাদের মতে, বর্তমানে চীনে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-চতুর্থাংশেরও কম সপ্তাহে অন্তত একদিন ব্যায়াম করেন। এছাড়া, মাংসের প্রতি আসক্তি বৃদ্ধি এবং ফলমূল খাওয়া কমিয়ে দেওয়া ওজন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে জানানো হয়েছে। চীনের হারবিন শহরের পুষ্টিবিদ ওয়াং ড্যান বলেন, দেশের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এখন ব্যায়াম করেন খুবই সামান্য, তাদের ওপর চাপ অনেক বেশি এবং কাজের সূচি একেবারেই অস্বাস্থ্যকর।

সম্প্রতি বাড়তি ওজন বা স্থূলতা সমস্যা শুধু চীনেই নয়, বাড়ছে সারাবিশ্বেই। চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ১৯৭৫ সালের পর থেকে বিশ্বে স্থূলতার হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে ভুক্তভোগীদের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোও রয়েছে। সংস্থাটির হিসাবে, ২০১৬ সালে বিশ্বের ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মাত্রাতিরিক্ত ওজন ও ১৩ শতাংশ স্থূলতা সমস্যায় ছিলেন। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় উপসাগরীয় ছোট্ট দেশ কাতারে। তাদের ৭০ শতাংশ মানুষেরই মাত্রাতিরিক্ত ওজন।সূত্র: বিবিসি

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ৭ এপ্রিল ২০২৫। ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দে...

তুচ্ছ ঘটনায় রাজবাড়ীতে কিশোর হত্যা,খুনের রহস্য উদঘাটন

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামে বালু উ...

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা