আন্তর্জাতিক ডেস্ক : কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) মোদিকে লেখা এই চিঠি পাঠানো হয়। সেই সঙ্গে ঠিক করেছেন আন্দোলনের আগামী দিনের কর্মসূচি।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনও সিদ্ধান্ত আসেনি। তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন কৃষকরা।
মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেন আন্দোলনকারী কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে মোদিকে একাধিক চিঠি লিখেছেন তারা।
চিঠিতে তাদের মূল বক্তব্য : ‘কালা আইন বাতিল করুন। অন্যথায় আন্দোলন আরও জোরালো হবে।’ চিঠিতে তারা আরও লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না। এগুলো বাতিল করুন।’
কর্মসূচির পাশাপাশি এদিন বৈঠকেও বসেন কৃষকরা। আলোচনা করেন আগামী দিনের কর্মসূচি নিয়ে। এছাড়া সরকারের পাঠানো প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা। জানা গেছে, হরিয়ানার টোল প্লাজাগুলো ফাঁকা করে দিতে রাজি হলেও ২৮ ডিসেম্বর থেকে আবারও জোরালো আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা।
কৃষক নেতা কুলওয়ান্ত সিং সান্ধু জানিয়েছেন, বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের বাইরে শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ করবেন। সোমবার লস অ্যাঞ্জেলসে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। এর আগে কানাডা, ব্রিটেনেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।
সান নিউজ/এসএম/এস