আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে নতুন করে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি।
শনিবার (১৯ ডিসেম্বর) মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি ইহুদিবাদী দেশটির প্রতি এ আহ্বান জানান। খবর আরব নিউজের।
আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে রিয়াদ আল-মালকি বলেন, জো বাইডেনের প্রশাসনের সঙ্গে দ্বিরাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে আলোচনায় বসার জন্য ফিলিস্তিনি নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তার আগে অবশ্যই ইসরাইলকে ১৯৬৭ সালের পর দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বাধা দূর করতে হবে।তিনি এ ব্যাপারে কায়রো ও আম্মানকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সান নিউজ/এসএ