আর্ন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। এ খবর দিয়েছে বিবিসি।
হামলার জন্য উগ্রবাদী সংগঠন তালেবানকে দায়ী করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
পুলিশের মুখপাত্র আহমেদ খান সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের সংশ্লিষ্টতার কথা জানান। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিলনা। সেখানে একটি কোরান তেলাওয়াতের অনুষ্ঠান চলছিল। ওখান থেকেই বোমাটি একটি রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল।
সেসময় বেশ কয়েকজন শিশু ওই রিক্সাটি ঘিরে ছিল। বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলেই আশেপাশে থাকা শিশুদের মৃত্যু হয়। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়বে। তবে ওখানে ১২ শিশুর মৃত্যু হয়েছে দাবি করে একটি বিবৃতি দিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি দাবি করেন, এটি একটি দুর্ঘটনা ছিল।
সান নিউজ/পিডিকে