আন্তর্জাতিক
জিম্মি অনেকে

নাইজেরিয়ায় ৩৪৪ স্কুলছাত্রের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা অঙ্গরাজ্যের কানকারার একটি সরকারি বিজ্ঞান স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ জন ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। মুক্তিপ্রাপ্ত সবাই সুস্থ রয়েছে।

কাটসিনা অঙ্গরাজ্যের গভর্নরের মুখপাত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। মুখপাত্র আবদুল লাবরান জানান, ওই স্কুলছাত্রদের দেশটির আঞ্চলিক রাজধানী ক্যাটসিনা সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব শিগগিরই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। তবে কোন প্রক্রিয়া বা বিনিময়ের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

এদিকে স্কুলছাত্রদের মুক্তি দেয়ার প্রায় এক ঘণ্টা আগেই জঙ্গিগোষ্ঠী বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে কিছু স্কুলছাত্রকে দেখানো হয় এবং উল্লেখ করা হয়, নাইজেরিয়ার বিমান বাহিনীর হামলায় কেউ কেউ মারা গেছেন।

বোকো হারামের ভিডিও বার্তাটি সঠিক বলে স্বীকার করেছেন গভর্নরের মুখপাত্র আবদুল লাবরান। তবে বিমান বাহিনীর হামলায় কেউ নিহত হয়নি দাবি করে তিনি বলেছেন, ভিডিওটি অপহৃত ছাত্রদের এটা সঠিক। তবে ভিডিও বার্তায় জঙ্গি নেতা আবু বাকার শেকাউ পরিচয়ে হাজির হওয়া ব্যক্তির আসল পরিচয় নিয়ে সংশয় রয়েছে।

অপরদিকে ঘটনার পর থেকে অপহৃত ছাত্রের সংখ্যা কম বলে আসছিল কর্তৃপক্ষ। মুক্তির পর সংখ্যা বেড়ে যাওয়ায় এ নিয়ে আরও সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নিরাপত্তা কর্মীদের সূত্রে বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এখনও কিছুসংখ্যক স্কুলছাত্র জঙ্গিগোষ্ঠীর হাতে বন্দি রয়েছে।

কাটসিনার গভর্নর আমিনু বেলো মাসারিও বিষয়টি স্বীকার করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘আমরা বেশিরভাগ ছাত্রকে উদ্ধার করেছি। তবে সবাইকে এখনও মুক্ত করা যায়নি।’

গত শুক্রবার বন্দুকধারীদের একটি দল কানকারার ওই স্কুলে হামলা চালায়। অপহরণ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী- হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ছিল। তারা স্কুলে ঢুকে গুলি ছুঁড়তে শুরু করে। অস্ত্রের মুখে ছাত্রদের জড়ো করার পর সবাইকে হাঁটিয়ে নিয়ে চলে যায়। তবে কিছু শিক্ষার্থী পালিয়ে আশেপাশের জঙ্গলে অবস্থান নেয়।

ঘটনার পর বোকো হারামের নেতা পরিচয়ে আবু বাকার শেকাউ পরিচয়ে অডিও বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, ‘আমি আবু বাকার শেকাউ এবং কাটসিনার অপহরণের পেছনে রয়েছে আমাদের ভাইয়েরা।’

এরপর শিক্ষার্থীদের উদ্ধারে গত শনিবার নাইজেরিয়ার পুলিশ, এয়ারফোর্স ও সামরিক বাহিনী যৌথ অভিযান শুরু করে। গত সোমবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছিল, তারা অপহরণকারীদের গোপন আশ্রয়ের খোঁজ পেয়েছে।

ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ইসওয়াপ) বা বোকো হারাম নামে পরিচিত জঙ্গী গোষ্ঠীটি গত কয়েক বছর ধরে নাইজেরিয়ার উত্তরপূর্ব অঞ্চলসহ প্রতিবেশি ক্যামেরন, চাদ ও নাইজারে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। বোকো হারাম ২০১৪ সালে চিবক শহরের একটি বালিকা স্কুল থেকে কয়েকশ ছাত্রীকে অপহরণ করেছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা