আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার টিগ্রেতে তীব্র লড়াই ক্রমশ ভয়াবহ হচ্ছে। সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মানবাধিকার রক্ষাকারী সংস্থাগুলোকে।অসহায় হয়ে ক্ষুধার সঙ্গে লড়াই করছে লাখ লাখ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় ২দশমিক ৩ মিলিয়ন শিশু সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সামান্য খাবার ও ওষুধ পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে না।
নভেম্বরের প্রথম দিক থেকে ইথিওপিয়ার সরকারের সঙ্গে তীব্র লড়াই চলছে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ)। দীর্ঘ দিন টিপিএলএফ স্বতন্ত্র সরকার চালিয়েছে টিগ্রেতে। নভেম্বরে ইথিওপিয়ার নোবেলজয়ী প্রধানমন্ত্রী টিগ্রে দখলের জন্য সেনা পাঠান। তারপর থেকেই শুরু হয়েছে তীব্র যুদ্ধ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য, ইথিওপিয়া সরকার যুদ্ধের কোনও নিয়ম মানছে না। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এখন পর্যন্ত কোনও সংস্থাকে টিগ্রেতে ঢুকতে দেয়া হয়নি। সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে না। শুধু তাই নয় টিগ্রের ইন্টারনেট, ফোন লাইন কেটে দেয়া হয়েছে। ভিতরে কী ঘটছে কোন খবর পাওয়া যাচ্ছে না।
জাতিসংঘের ধারণা, যুদ্ধে কয়েক হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তবে ইথিওপিয়া সরকার জানিয়েছে, যুদ্ধ শেষ। কিন্তু টিপিএলএফের দাবি এখনও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে টিগ্রের প্রায় ২৩ লাখ শিশু অসহায় অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
তাদের কাছে খাবার ও ওষুধ কিছুই পৌঁছানো সম্ভব হচ্ছেনা। টিপিএলএফ ও ইথিওপিয়া সরকার সেই খাবার নিয়ে যেতে দিচ্ছে না। ইউনিসেফ জানিয়েছে, আরও কিছু দিন এমন চলতে থাকলে শিশুদের মৃত্যুও হতে পারে।
সান নিউজ/এসএ/এস