সান নিউজ ডেস্ক : গুগলের জনপ্রিয় পরিষেবা জিমেইল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ম্যাপস, গুগল ফটোজ-সহ অন্যান্য সেবাগুলো ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে এর ব্যবহারকারীরা অভিযোগ করছেন। অনেকে জানিয়েছেন, তারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে গুগলের সেবাগুলো ব্যবহার করতে পারছেন না।
সোমবার (১৪ আগস্ট) বিকেল থেকে গুগলের পরিষেবাগুলোতে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এসব প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড সেন্ট্রালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল ডকস, গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল গ্রুপস, ক্লাসিক হ্যাংআউট, গুগল চ্যাট, গুগল মিট, গুগল ফর্মস, গুগল ক্লাউড সার্চ, গুগল কিপ, গুগল টাস্ক, গুগল ভয়েস, গুগল ড্রাইভ, গুগল ফটোজ সহ আরো কিছু সেবা ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা।
সান নিউজ/পিডিকে/এস