আর্ন্তজাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি। দেশটির স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, রোববার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার।গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ৬ হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২৭ জনের।
সান নিউজ/পিডিকে/এস