ইন্টারন্যাশনাল ডেস্ক:
মালয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক হাজার ৩০ জন। মারা গেছেন তিনজন। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তারই অংশ হিসেব দেশটিতে বসবাসরত দুই হাজার রোহিঙ্গাকে করোনাভাইরাস পরীক্ষার জন্য খুঁজছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জোনায়, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কুয়ালালামপুরে এক তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন এই রোহিঙ্গারা। মালয়েশিয়ার ধারনা করছে, ওই তাবলিগ জামাতে থেকে দেশটিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
সেনাবাহিনীর নিপীড়নের মুখে এক লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। তবে তারা সেখানে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হয়।
ফ্রি মালয়েশিয়া টুডে সংবাদমাধ্যম জানায়, শরীরে লক্ষণ দেখা গেলেও তাবলিগ জামাতে অংশ নেওয়া ওই রোহিঙ্গারা করোনাভাইরাস পরীক্ষা করাতে চাইছেন না।
মালয়েশিয়ার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছে, তারা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে তারা, যাতে শরণার্থী সবাই করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের অন্তর্ভুক্ত হয়।