আর্ন্তজাতিক ডেস্ক : উচ্ছাসিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান দেশটিতে পৌঁছার পর সন্তোষ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন তিনি। বলেন, আমি এই টিকার কার্যকারিতার ওপর বিশ্বাস করি। আমি আশাবাদী আগামী দিনগুলোতে এটি প্রদানের অনুমোদন পাওয়া যাবে। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) টিকার প্রথম চালানটি পৌঁছানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন তার দেশের লোকেরাও এই টিকার ওপর আস্থা রাখবে। এছাড়া জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে কাজ করার কথাও জানান তিনি। ইসরাইল গতমাসে ফাইজার এবং বায়োএনটেকের সঙ্গে ৮০ লাখ ডোজ টিকা নেয়ার একটি চুক্তি স্বাক্ষর করে।
যার অর্ধেক এই মাসের শেষের দিকে দেশটিতে সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এছাড়াও সম্প্রতি ইসরাইল আরেকটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার সঙ্গে চুক্তি করেছে। মহামারী শুরুর পর থেকে ইসরাইলে ৩ লাখ ৪৯ হাজার জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত ২ হাজার ৯০০ জন মারা গেছেন।
সান নিউজ/পিডিকে/এস