আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র থেকে আড়াই হাজার কোটি টাকার মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কা পুলিশ।
জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই মাদক চীন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎপন্ন এবং তা শ্রীলঙ্কান জাহাজের মাধ্যমে পাচার করা হচ্ছিল। কন্টেইনারে হেরোইন এবং মেথামফেটামিন জাতীয় মাদক ছিল।
মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সমুদ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি হেরোইন এবং ১০০ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ মাদক পরিবহনের সঙ্গে জড়িত কন্টেইনার পরিবহন করা ভ্যান, দুটি প্রাইভেট কার এবং ট্রাককে পুলিশি হেফাজতে নিয়েছে। সূত্র : জিনিউজ
সান নিউজ/এস