আন্তর্জাতিক ডেস্ক : অক্সিজেনের অভাবে পাকিস্তানে ৬ করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাকিস্তানের পেশোয়ার রাজ্যের এক হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে।
রোববার ( ০৬ ডিসেম্বর) সন্ধ্যায় করোনা আক্রান্তদের এই নিদারুন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে হাসপাতালে মোট ২০০ রোগী ছিল যার মধ্যে ৯৬ জন করোনা আক্রান্ত।
এদের মধ্যে মুমূর্ষু কয়েকজনের অক্সিজেনের আশু প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালে অক্সিজেনের সরবরাহ দেরিতে আসায় ছটফট করতে করতে ৬ জনের মৃত্যু হয়। প্রাদেশিক সরকার তৈমুর ঝাগড়া জানান, অক্সিজেনের অভাবই এই রোগিদের মৃত্যুর কারণ।
হাসপাতালের মুখপাত্র ফরহাদ খান জানান, বেসরকারি সরবরাহ বিলম্বিত হওয়ায় হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা যায়। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দোষীদের শাস্তি দেওয়া হবে।
উল্লেখযোগ্য, পাকিস্তানে ৪ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ৮ লাখ।
সান নিউজ/এসএ