ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস আতঙ্কে প্রায় ৮৫ হাজার কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান। এই তালিকায় রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন।
আজ (১৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া কারাগারগুলোতে করোনা মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে, কারাবন্দিরা সাময়িকভাবে মুক্তি পেলেও আবার কবে তাদের কারাগারে ফিরতে হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন এক হাজার ১৭৮ জন। আজকে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৬৯ জন।