ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ রোধে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আজ (১৭ মার্চ) ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ থাকছে তাজমহল।
এনডিটিভি জানিয়েছে, বিদেশি পর্যটকদের বিশাল একটি অংশ প্রতিদিন তাজমহল পরিদর্শন করেন। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে এমন শঙ্কা থেকে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
সতর্কতা হিসেবে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ব্রিটেন থেকে যাত্রী নিয়ে আসা সব বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি, ভারতের প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমার থেকে দেশটিতে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এদের মধ্যে তিনজন মারা গেছেন।