আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নতুন নিরাপত্তা আইনের বিরুদ্ধে আবারও সহিংসতার আগুন জ্বলে উঠেছে দেশটির রাজধানী প্যারিসে। বিতর্কিত আইনে সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে, দাবি আন্দোলনকারীদের।
সম্প্রতি ফ্রান্সে পুলিশের ছবি শেয়ারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস হয়। যাতে বলা হয়েছে, কোন ব্যক্তি পুলিশের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন না।
কয়েকদিন আগে পুলিশের নির্যাতনের একটি ভিডিও প্রকাশের পর এমন আইন করে দেশটির সরকার। এতে তীব্র ক্ষোভে ফেটে পড়ে দেশটির মানুষ।
রাজধানী প্যারিস জুড়ে অগ্নিসংয়োগ ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এসময় তাদের প্রতিহত করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ ঘটনায় ৬৪ জনকে আটক করা হয়েছে।
সান নিউজ/এসএ