আন্তর্জাতিক ডেস্ক : চাঁদে প্রথমবারের মতো নিজেদের পতাকা উড়িয়েছে চীন। দ্বিতীয় দেশ হিসেবে চীন চাঁদের মাটিতে নিজেদের পতাকা ওড়ালো। চীনের পাঠানো রোবোটিক যান চ্যাং’ই-৫ গত মঙ্গলবার (১ ডিসেম্বর) চাঁদে অবতরণ করে। এরপর সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। তারপর সেটি আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। তবে চাঁদের বুকে ওড়ানো হয় চীনের পতাকা।
৫০ বছর আগে প্রথম দেশ হিসেবে ১৯৬৯ সালের জুলাই মাসে চাঁদের গায়ে এভাবে পতাকা উড়িয়েছিল যুক্তরাষ্ট্র। চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। চ্যাং’ই-৫ রোবোটিক যানে রয়েছে একটি অরবিটার, একটি ল্যান্ডার, একটি অ্যাসেন্ডার, একটি রিটার্নার।
সান নিউজ/পিডিকে