আগরতলায় উযাপিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ত্রিপুরা প্রতিনিধি:
আজ মঙ্গলবার (১৭ মার্চ) আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এদিন হাই কমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তলোনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি।
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব জাকির হোসেন ভূইয়া এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা। আলোচনা করা হয় বঙ্গবন্ধুর জীবনীর ওপর।
অনুষ্ঠানে বাংলাদেশ সহকারী হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক অরুনোদয় সাহা, মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য, বিশিষ্ট প্রাবন্ধীক ড: আশিষ কুমার বৈদ্য, কবি ও বাচিক শিল্পী সঙ্গীতা দেওয়াদজী, মুজাহিদ রহমান।
অনুষ্ঠান শেষে রাজধানীর পার্শ্ববর্তী নর্সিঙ্গড় এলাকার অনাথ আশ্রমে ছোট ছোট ছেলে মেয়েদে মাঝে খাবার পরিবেশন করা হয় বাংলাদেশ সরকারি হাই কমিশনের পক্ষ থেকে।