আন্তর্জাতিক ডেস্ক : ১২ বছর পর মুম্বাই হামলায় অভিযুক্ত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য সাজীদ মীরের সন্ধানদাতাকে খোজে দিতে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, ২৬/১১ এর মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানের লস্কর-ই-তাইয়েবার সিনিয়র সদস্য সাজীদকে ধরিয়ে দিতে পারলে বা সাজীদের তথ্য দাতাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। বিশ্বের যে কোনও দেশ থেকে যে কেউ এ তথ্য দিয়ে সাজীদকে ধরিয়ে দিতে পারলে তাকে সে পরিমাণ মুদ্রা দেয়া হবে।
মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাজিদ মীর মুম্বাই হামলার অপারেশন ম্যানেজার ছিলেন এবং তার পরিকল্পনা, প্রস্তুতিতেই সেই হামলায় অনেক মানুষ হতাহত হয়েছিল। এ নিয়ে ২০১১ সালে মার্কিন আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। এবং ২০১৯ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত হয় সাজীদের নাম।
২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৬৬ জন নিহত হন। এই হামলার জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত।
১০ জন প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি ভারতের বাণিজ্যিক নগরীসহ প্রায় পুরো দেশকে ৩ দিন ধরে অচল করে রেখেছিল। হামলাকারীদের মধ্যে আজমল কাসাব নামের একজনকে আটক করা হয়। ভারতের দাবি, মুম্বাই হামলার মাস্টারমাইন্ড লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ সঈদ। আন্তর্জাতিক চাপে পাকিস্তান হাফিজ সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করে।
সান নিউজ/এসএ